Wednesday, September 25, 2013

Important tips and advise for SSC Exam preparations

5:51 AM

Advice  for exam ssc preparation

SSC পরীক্ষার প্রয়োজনীয় পরামর্শ
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্যে চাই সঠিক প্রস্তুতিতাই এখন প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দিতে হবেএর সাথে সাথে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার নিয়মকানুন সম্পর্কে জানিয়ে দিতে চাইযা জানলে কিছু বাড়তি নম্বর পেতে সাহায্য করবে
পরীক্ষার খাতাপরীক্ষার হলে তোমার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ তা মনে রাখবেতোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবেতাই পরীক্ষার খাতার বিষয়ে খুবই যত্নশীল হতে হবেপ্রথম পাতায় রোল নম্বর, রেজি.নম্বর, বিষয় কোডের বৃত্ত সঠিকভাবে ভরাট করবেনৈর্ব্যক্তিক পরীক্ষায় সেট কোডের বৃত্ত অবশ্যই সঠিকভাবে ভরাট করতে হবেখাতার কোথাও যেন কালির দাগ না পড়ে
হাতের লেখা
সুন্দর হাতের লেখা একটি সম্পদআবার হাতের লেখা সুন্দর হলেও যদি স্পষ্ট ও পরিচ্ছন্ন না হয় তবে নম্বরও কম ওঠেতাই শব্দের এবং লাইনের মধ্যে ফাঁক রেখে পরিচ্ছন্ন করে লিখতে হবেযাতে সহজে পড়া যায়কোনো শব্দ, লাইন বা অনুচ্ছেদ কেটে দিতে হলে হিজিবিজি করে নয় এক টানে পরিষ্কার করে কাটতে হবেভুল শব্দ বা বাক্যাংশের ওপর লিখে সংশোধন করলে খাতাটি নোংরা হয়ে ওঠে তাই এটি কখনই করবে নাএক্ষেত্রে কেটে দিয়ে ওপরে বা পাশে ঠিক শব্দ বসাবে
প্রশ্ন নির্বাচন ও উত্তর
প্রশ্ন পাওয়ার পর বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরিকোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দিলে সুবিধা তা তোমাকে প্রথমেই নির্বাচন করতে হবেযেসব প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্ন নির্বাচন করা উচিতএকই ধরনের প্রশ্ন হলে, যেটি ভালো জানা সেটি প্রথমে লিখবেবেখেয়ালে কোনো প্রশ্ন বাদ রেখে এলে কি না, অথবা প্রশ্নের ভেতরের ছোট অংশগুলোর উত্তর দেওয়া বাদ গেল কি না সে বিষয়ে খুবই সাবধান থাকবে
সময়ের দাম
সময় ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিবেপ্রতিটি বিষয়ের বড় প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে কতটুকু সময় দিতে পারবে, তার হিসাব আগে থেকেই করে নেবেকোনো প্রশ্নের উত্তর ভালোভাবে জানা থাকলে নির্ধারিত সময়ের আগেই লিখে শেষ করবে এতে করে যে সময় বাঁচবে তা অন্য প্রশ্নের উত্তরে কাজে লাগবেদেখা গেল একটি প্রশ্নের উত্তরদানে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে দু-একটি প্রশ্নের উত্তর দিতে পারলে না বা দায়সারাভাবে উত্তর দিলেএতে বেশ ক্ষতি হয়বেশি সময় দিয়ে কোনো প্রশ্নের দু-এক নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে পাঁচ-ছয় নম্বর নষ্ট হয়ে যেতে পারেতাই ভালোজানা প্রশ্নের উত্তরদানে সময় বাঁচাতে পারলে, সে সময়টি এক্ষেত্রে কাজে দিবে
সঠিকভাবে প্রশ্নের নম্বর দেওয়া
প্রশ্নের নম্বরটি বাঁ দিকে নির্ভুলভাবে অবশ্যই বসাবেএকটি প্রশ্নের মধ্যে নানা অংশ থাকতে পারেপৃথক প্রশ্নের উত্তর পৃথক অনুচ্ছেদে লেখা উচিতআবার অনেক প্রশ্নেই (ক), (খ) অংশ থাকেএক্ষেত্রে সেভাবে (ক), (খ) নম্বর লিখে তবেই উত্তর দেবেযেমন : ১নং প্রশ্নের এর উত্তর
ঠিক বানান
উত্তরের সময় বানান অনেকেই ভুল করেকাজেই সতর্কতা দরকারযেসব বানান সচরাচর ভুল হয় সেগুলো বেশি করে অনুশীলন দরকারবিখ্যাত আর পরিচিত নামের বানান যেন ঠিক থাকেকবিদের নামের বানান ভুল করলে পরীক্ষক বিরক্ত হবেনএতে তোমার নম্বরও কমে যেতে পারেতোমার পাঠ্যবইয়ের গদ্য, সহপাঠের নাম এবং লেখকের নাম যেন ভুল না হয়
কিছু যেন বাদ না যায়
একটি প্রশ্নের সকল অংশ জানা না থাকলেও কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে নানা পারলেও যতটা পারা যায় চেষ্টা করে লিখে আসবেব্যাখ্যাটা পারা যাচ্ছে না, কার লেখা, কোন গল্প থেকে এসেছে তা লিখলে দু-এক নম্বর মিলে যাবেকোনো কোনো প্রশ্নের মধ্যে নানা অংশ থাকেতার কোনো অংশ যেন বাদ না যায়
ছক দেওয়া, চিত্র আঁকা
প্রশ্নের প্রয়োজনে যখনই পারবে ছক কিংবা চিত্র এঁকে তোমার উত্তরের গুণমান বাড়াবে, অবশ্য তাড়াতাড়ি আঁকার অভ্যাস থাকলেই এ কাজ পারবেএতে করে বেশি নম্বর আসবেইপদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের ছবি অবশ্যই দেবেগণিতে উপপাদ্য ও সম্পাদ্যে নিখুতভাবে চিত্র অঙ্কন করবেঅর্থনীতিতে প্রয়োজনীয় ছক দেবে
গণিতের রাফ কাজ
গণিতের ক্ষেত্রে খাতার বাঁ-পাশের পাতায় রাফ কাজ, হিসাবপত্র করতে হয়রাফ কাজ শেষে সঠিকভাবে তোলার পর দুটো কোনাকুনি দাগ টেনে কেটে দেবেঅন্য বিষয়েও যখনই রাফ কাজ করবে, তা খাতাতেই করে পরিষ্কারভাবে কেটে দেবে
রিভিশন দেওয়া
পরীক্ষায় রিভিশন দেওয়ার জন্যে অবশ্যই সময় রাখবেযদি সময় করে পুরো খাতার রিভিশন করা যায়, খুব ভালো হয়বেশ কিছু ভুল তাতে সেরে নেওয়া যাবেগণিতের ক্ষেত্রে এ রকম রিভিশন অবশ্যই জরুরিকারণ সামান্য একটি অক্ষর বা সংখ্যার জন্যে সম্পূর্ণ নম্বরই কাটা যেতে পারে
সতর্কতা
গণিতে সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজনসংখ্যার ক্ষেত্রে তিন এর জায়গা পাঁচ লিখলে উত্তর মেলবে না। +এর বদলে × ভাবলে বিপদে পড়বেr বা x-কে n এর মতো না লিখে লিখার প্রতি যত্নশীল হও
টেনশন করবে না
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরীক্ষায় ঘাবড়ে না গিয়ে টেনশন না করে শান্তভাবে পরীক্ষা দেবেতা না-হলে জানা ও ভালোভাবে পড়া প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যেতে পারেতাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিবে
উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরাতোমরা নিয়মিত অনুশীলন করে যাও দেখবে সাফল্য ধরা দেবেইএ সময়টা তোমাদের জন্যে খুবই জরুরি তাই মানসিকভাবে তোমাদের অনেক শক্ত থাকতে হবেভালো ফলাফলের জন্যে বেশ কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে
পরীক্ষার প্রশ্ন কী চাইছে তা সঠিকভাবে অনুধাবন করতে হবেপ্রশ্নের উত্তরগুলো লেখার সময় খেয়াল রাখবে, তা যেন পাঠ্যবই অনুসরণ করেই হয়আর উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবেবানান ভুল হওয়া কোনোভাবেই কাম্য নয়পরীক্ষার হলে সময় সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবেআর প্রশ্নের উত্তর লেখার সময় খাতায় পর্যাপ্ত মার্জিন রেখোযা লেখো স্পষ্ট করে লিখবেপ্রাসঙ্গিক উদ্ধৃতি উত্তরের মানকে সমৃদ্ধ করেযে বিষয়টি বেশি খেয়াল রাখতে হবে তা হলো পরীক্ষার প্রস্তুতির জন্যে রাত জাগা একেবারেই উচিত নয়অভিভাবকদেরও শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া, লেখাপড়া সম্পর্কে সজাগ থাকতে হবে
সিলেবাস অনুযায়ী সব অংশই শিখতে হবে
মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছোবিশেষ করে প্রথম দিনের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণতোমাদেরও নিজস্ব পরিবেশ ছেড়ে সম্পূর্ণ একটি নতুন পরিবেশে পরীক্ষায় অংশ নিতে হবেএতে অনেকে আতঙ্কগ্রস্থ ও ভয়ের মধ্যে থাকতে পারএ সময়ে তোমাদের মধ্যে প্রচুর টেনশন কাজ করেতাই তোমাদের প্রতি আমার উপদেশ, যতই আলাদা পরিবেশ হোক না কেন এটিকে নিজের প্রতিষ্ঠানের মতোই গ্রহণ করতে হবেহাতে প্রশ্নপত্র পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবেঅপ্রাসঙ্গিক কিছু লেখা বা উপস্থাপন করার প্রয়োজন নেইনৈর্ব্যত্তিক অংশে খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করা বোকামিবুঝে উত্তর দিতে হবেআবার প্রশ্ন সহজে হয়েছে অথবা কমন পড়েছে এ ধরনের ব্যাপারে খুব উফুল্ল হওয়ারও প্রয়োজন নেইএতে প্রশ্ন ভুলে যাওয়ার আশঙ্কা বেশি থাকেপ্রশ্ন কমন পড়েনি এমন ব্যাপারে মুষড়ে পড়ারও দরকার নেইলিখতে লিখতে বিষয়গুলো মনে পড়বেআর একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সিলেবাস অনুযায়ী সব অংশই শিখতে হবেসিলেবাস অনুসারে পরীক্ষার প্রস্তুতি শেষ করার চেষ্টা করতে হবেএতেই ফলাফল ভালো হবে বলে আমি মনে করি
পাঠেই বেশি মনোনিবেশ করবে
এসএসসি পরীক্ষার্থীদের বলছিতোমরা প্রশ্নের উত্তর লেখার সময় সময়ের দিকে খেয়াল রাখবেকমপক্ষে ১৫ মিনিট আগে তোমাদের উত্তর লেখা শেষ করবেএতে যে সময়টুকু বেচে যাবে তা দিয়ে রিভিশনের জন্যে রাখবেপরীক্ষার আগ মুহূর্তে তোমাদের অনেক শান্ত ও ধৈর্য ধরতে হবেসামনে যেহেতু পরীক্ষা তাই পাঠেই বেশি মনোনিবেশ করবেপরীক্ষার আগের রাতে বেশি পড়ার দরকার নেইএ সময় অনেকে রাত জাগেবেশি রাত না জেগে ভোরে উঠতে পারলে অনেকক্ষণ পড়া যায়তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজটাও থাকে ফুরফুরেএ সময় অভিভাবকের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবেসন্তানের লেখাপড়া, খাওয়া ও ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে তাদেঁর লক্ষ্য রাখতে হবেপরীক্ষা দিয়ে আসার পর পরবর্তী পরীক্ষা নিয়ে চিন্তা করবেআগের পরীক্ষা নিয়ে মন খারাপ করে থাকলে পরের পরীক্ষাও খারাপ হতে পারেসবচেয়ে বড় কথা ওএমআর ফরম পূরণ করার সময় সবসময় সতর্ক থাকবেভুল করা যাবে নাআর যাই লেখো, তা স্পষ্ট করে লিখবেএতে পরীক্ষক খুশি হনউত্তর লিখবে পাঠ্যবইয়ের সঙ্গে মিল রেখেতোমার জানা ভালো প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করতে পারো
উত্তরপত্র ভাঁজ না করে মার্জিন টানতে হবে
পরীক্ষার আগে এখন তোমাকে সম্ভাব্য প্রশ্নগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার পড়া এবং লেখার প্রতি গুরুত্ব দিতে হবেভয় না করে পরীক্ষাকে স্বাভাবিক ক্লাস পরীক্ষার মতো বিবেচনা করতে হবেপরীক্ষার রাতে অধিক রাত না জেগে সময়মতো ঘুমিয়ে পড়তে হবেপরীক্ষার দিন যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবেপরীক্ষার হলে প্রবেশপত্র ও নিবন্ধনপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে হবেখেয়াল করতে হবে, কোনো কিছু বাদ পড়ল কিনাউত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করতে হবেকখনোই অন্যের সেট কোড পুরণ করা দেখে নিজের উত্তরপত্র পূরণ করার চেষ্টা করা যাবে নাপ্রশ্নপত্র হাতে পেয়ে হতাশ না হয়ে বেশ কয়েকবার পড়তে হবেসে প্রশ্নগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সে ধরনের প্রশ্নগুলোর উত্তর আগে লিখতে হবেঅনেকেই উত্তরপত্রে ভাঁজ দিয়ে থাকেএটা না করে মার্জিন টানতে হবেলেখা শেষে আবার পড়ে দেখতে হবেপরীক্ষার হল ত্যাগের আগে প্রবেশপত্র ও নিবন্ধনপত্রসহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হতে হবে
কখনোই আংশিক প্রশ্ন পড়ে উত্তর শুরু করবে না
এসএসসি শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছাএবার বাংলা ১ম পত্র, ধর্মশিক্ষা, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ভুগোল, ব্যবসায় পরিচিতি, রসায়ন বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকছে, তাই এগুলোর উত্তর করার সময় প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে নেবে
অনেক শিক্ষার্থীকে দেখা যায় প্রশ্নের উত্তর অযথা বড় করতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক বিষয় উত্তর নিয়ে আসেএতে করে পরীক্ষক যেমন বিরক্ত বোধ করেন তেমনি তা লিখতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়তাই এটাকে পরিহার করবেপ্রশ্নে যা যা চাওয়া হয়েছে ঠিক তাই উত্তর দিতে হবেপ্রতিটি প্রশ্নের উত্তর শুরু করার আগে প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ে নেবেকখনোই আংশিক প্রশ্ন পড়ে উত্তর লেখা শুরু করবে নাআর সব সময় চেষ্টা করবে উত্তরগুলো যাতে ধারাবাহিকভাবে হয়উত্তরপত্রে উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর লিখে নিচে দাগ টেনে দেবেখাতার চারপাশে পর্যাপ্ত মার্জিন রেখে নেবেপ্রশ্নের পূর্ণাঙ্গভাবে উত্তর লিখতে হবেআর উত্তরগুলো অনুচ্ছেদ করে লিখতে হবেএতে করে পরীক্ষকের মুল্যায়ন ভালো হবে
প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখবে
প্রিয় পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইলএসএসসি পরীক্ষা তোমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণপরীক্ষা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেইপ্রশ্নপত্র হাতে পেলে তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেপ্রশ্নের যদি তোমার অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাতে মন খারাপ করার কিছু নেই
এতগুলো প্রশ্নের মধ্যে দুই-একটা তোমার অজানা থাকতেই পারেযে প্রশ্নটার উত্তর তুমি ভালো পার সেটা দিয়ে শুরু করবেপরীক্ষা হলে সময়টা খুবই গুরুত্বপূর্ণপ্রশ্ন হাতে নিয়ে প্রশ্নের মানের সঙ্গে সময়টা ভাগ করে নেবেপ্রত্যেক প্রশ্নের জন্যে আলাদা সময় নিলে তোমার কোনো প্রশ্নই ক্ষতিগ্রস্থ হবে নাতবে সময় ভাগ করার আগে অবশ্যই ১৫ মিনিট সময় হাতে রেখে নিবেসময় ভাগ করে প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখবেএতে করে পরীক্ষক যখন তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন তখন তোমার খাতা সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবেফলে তুমি ভালো নম্বর পাবেপরীক্ষার খাতায় লেখা শেষ হলে খাতা রিভিশন না দিয়ে জমা দেবে নারিভিশনে অনেক ছোটখাটো ভুল ধরা পড়বে
ভালো প্রস্তুতির প্রমাণ রাখতে হবে পরীক্ষার খাতায়
এসএসসি পরীক্ষায় ভালো ফল জরুরিআর ভালো ফলাফলের জন্যে শুধু ভালো প্রস্তুতি থাকলেই চলবে নাভালো প্রস্তুতির প্রমাণ রাখতে হবে পরীক্ষার খাতায়ভালো ফলাফলের জন্যে পরীক্ষার খাতায় অবশ্যই সুন্দর উপস্থাপনা জরুরিসুন্দর উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়খাতার ওপরে ও বাম দিকে পেনসিল বা বল পয়েন্ট কলম দিয়ে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবেপ্রতিটি উত্তর শেষ হলে সরলরেখার সমাপ্ত চিহ্ন দিতে হবেযে প্রশ্নের উত্তরগুলো উচ্চমানসম্পন্ন এবং সবচেয়ে ভালো মনে আছে, সেগুলোই আগে লিখতে শুরু করবেতবে চেষ্টা করবে প্রশ্নের উত্তর যেন ধারাবাহিকতা রক্ষা হয়হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর করার চেষ্টা করবেউত্তরপত্রে বেশি কাটাকাটি করবে নাপরীক্ষার হলে যে কলমগুলো তুমি ব্যবহার করবে, সেগুলো বাসায় দু-এক দিন ব্যবহার করে স্বাভাবিক করে নিতে পারমনে রাখবে, একদম নতুন কলম দিয়ে দ্রুত লেখা যায় নাউত্তরপত্রে বেশি কাটাকাটি না করে লেখার কোনো অংশ কাটতে হলে তা একটানে কাটবেপ্রতিটি প্রশ্নের উত্তর মানসম্পন্ন করতে চেষ্টা করবেতাতে করে পরীক্ষক যখন মূল্যায়ন করবেন তখন তাঁর তোমার খাতা সম্পর্কে ভালো ধারণা জন্মাবেপ্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র ইত্যাদির ব্যবহার করতে ভুল করবে নাএগুলো উত্তরের মান বহুলাংশে বাড়ায়মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করেতোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনায় শেষ করছি
 -----------o-------------

 Read more.............

Learn English Grammar

IT Info World

General knowledge

Learn Sport online easily

Unlock your Mobile Phone

Reset Code

0 comments:

Post a Comment

Thanks for your comments.

 

© 2013 Knowledge World BD. All rights resevered. Designed by IT Info World

Back To Top