Thursday, December 26, 2013

দুঃশ্চিন্তায় মা...


 দুঃশ্চিন্তায় মা... 



দুঃশ্চিন্তায় মা...

মাজেদুল নয়ন

Collected from Facebook


ঢাকা: রাত জেগে কথা হচ্ছিল একজন সংবাদকর্মীর সঙ্গে। তার কাছ থেকে শুনলাম মা’এর ভালবাসা আর উদ্বেগেরকথা।

বললেন... রাত ৯টার দিকে আমার মাকে ফোন দেই। আমি আস্তে কথা বললেও ওপাশ থেকে জোরে জোরে মা জানান, ‘আই বালা আছি, তুই কোনাই? কেইন্না আছত?’ ভাল বলার আগেই মা আবারো জিজ্ঞাসা করেন, ‘বালা নাই কিল্লাই?’ মায়ের একটা স্বভাবজাতধারনা তার সন্তান ভাল থাকে না।

প্রযুক্তির আধুনিকতা মা হয়তো এ পরিমান এখনো গ্রহণ করতে পারেননি, যে ফোনে স্পষ্ট কথা শোনার মতো। তাই শোনার চেয়ে বলেন বেশি। অনেক আগে একদিন আমাকে বলেছিলেন, ‘আস্তে কথা হুনা যায় না, হেল্লাই জোরে জোরে কতা কই।’

এক সময় ঢাকায় আমাদের বাসায় দাদী বেড়াতে এসেছিলেন, এটা ২০০০ সালের দিকে। বিকাল না হতেই উনি বারবার বারান্দায় আসা যাওয়া করতেন। দো’ তলার বারান্দা থেকে বাড়িতে ঢোকার গেট দেখা যেত। একটু পরপর প্রশ্ন করতেন ‘তোর আব্বা কোই? কতক্কনে আইব?’ দুঃচিন্তায় থাকতেন তিনি।

একদিন সন্ধ্যা হয়ে গেলেও বাবা ফিরেননি বাসায়। দেখলাম, দাদী মন খারাপ করে বসে আছেন। হয়তো শিক্ষিত নাতিরা যেন বিরক্ত না হয়, সেজন্যে কিছুই জিজ্ঞাসা করছিল না।
নিজ থেকে জিজ্ঞাসা করলাম, ‘দাদি কি করেন?’ প্রায় ৯০ বছর বয়সী বৃদ্ধা দাদী মানুষের কাছ থেকে  শুনে শুনে কিছু ইংরেজি শব্দ শিখেছিলেন। আমাকে জবাব দিলেন, ‘টেনশন করি’। আসলে বৃদ্ধা দাদী বুঝে গিয়েছিলেন উনার আর কিছু করার নাই চিন্তা করা ছাড়া। এখন আর এমন অবস্থা নাই, যে আমার বাবাকে খুজে বের করে নিয়ে আসবেন।

আমার মা’য়েরও হয়তো এখন আর চিন্তা করা ছাড়া কোন গতি নেই। খেলার মাঠ থেকে ধরে আনার সময় এখন আর নেই। আগের মতো শাসন করতে পারেন না। এখনো চোখে চোখে রাখতে ইচ্ছে হলেও, সবসময় জিজ্ঞাসা করতে পারেন না, ‘কেমন আছো’।

সামনাসামনি আমাকে তুই বলে সম্বোধন করলেও অনেক সময় ফোনে ‘তুমি’ বলে ভদ্র শব্দে সম্বোধন করেন মা।

একমাসও হয়নি বাড়ি থেকে এসেছি, মা জিজ্ঞাসা করলেন ‘বাড়ি আসবা কবে?’ বললাম ‘কয়েকদিন আগেইতো আসছিলাম, আবার পরে আসব’। চুপ করে থাকেন মা, হয়তো মাসের দিনগুলোর হিসাব করছিলেন। অন্য ভাইদেও কথা জিজ্ঞাসা করেন। বলেন, তোমাদেরজন্যে ‘টেনশন লাগে’।

আমার দাদী একসময় চিন্তা করতেন বৃদ্ধ দাদাকে নিয়ে। ঘর সংসার, শ্বশুর-শাশুড়ি- সস্তানদের নিয়েই ছিল চিন্তার জগৎ। এখন আমার মায়ের চিন্তাও তাই। দাদী-মা উনাদের আর্থিক আয় ছিল না। জীবনের চাওয়া পাওয়া ছিল সংসার আর সন্তানদের নিয়ে।

যুগ যুগ ধরেই মায়েরা রয়েছেন এসব দুঃচিন্তায়। সৃষ্টিগত কারনেই হয়তো মায়েদের স্বভাবসন্তানকে নিয়ে চিন্তা করা।

সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাওয়ার সময় যেসব মায়েদের দেখা যায়, তাদের মুখেও থাকে চিন্তার ছাপ। সন্তানের স্কুলের পড়াশোনা ণিয়ে চিন্তা তাদের।

সন্তান জন্ম নেওয়ার আগ থেকেই সন্তানকে নিয়ে ভাবতে শুরু করেন মা। সন্তানের কবে কথা বলতে শুরু করবে, হাটতে শুরু করবে এসব চিন্তায় থাকেন। তারপর ‘এ, বি,সি, ডি আর ক খ গ ঘ শেখানোর পালা। এরপর চিন্তায় পড়েন স্কুলে পাঠাতে হবে।

সন্তান কর্মক্ষেত্রে চলে গেলেও শেষ হয় না মায়ের চিন্তা। সন্তানের বয়স বাড়ে না তার কাছে। সন্তানকে নিয়েই ভাবতে ভাল লাগে তার।

আমার বাবা ভাত নরম হলে খেতে পারতেন না। পুরুষশাসিত সমাজে তার শাসনের বৈশিষ্ঠ হিসেবে বকাঝকা শুরু করতেন মাকে। অনেকদিন দেখেছি, একটু অমনোযোগীতার কারণে ভাত নরম হয়ে গেলে আসন্ন বকার ভয়ে কি দুঃচিন্তায় থাকতেন তিনি। বড় বাটিতে বেড়ে বারবার পাখা দিয়ে বাতাস করতেন, ঠান্ডা হয়ে একটু শক্ত হওয়ার জন্যে।
শুধু রফিকের মা নয় সংসারে রান্না সর্ম্পকিত ভয়ে এভাবেই দুঃচিন্তায় ভুগতে থাকেন মায়েরা। মায়েদের এ চিন্তা অনেক বেশী, যা আমদের কাছে হয়তো সাধারন।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সকল পরিবারেই দুঃশ্চিন্তায়ভোগেন মায়েরা। আর্থিক টানাপোড়ন বা সচ্ছলতা যাই থাকুক না কেন, সন্তানের জন্যে তাদের দুঃশ্চিন্তার শ্রেনীভেদ নেই।

সন্তান মায়ের কাছ থেকে যত দূরে যায়, চিন্তাও তার ততই বাড়ে। একমাত্র ঘরে তার আশপাশে ঘোরাঘুরি করলেই চিন্তামুক্ত থাকেন তিনি।

মাকে দেখতে যাওয়ার জন্যে এপ্রিল মাসে অফিসে ছুটির আবেদন করলাম। দেরি হচ্ছিল ছুটি দিতে। অস্থির মা জিজ্ঞাসা করল ‘বাড়ি আইবি কবে?’ বললাম ‘ছুটি দিচ্ছে না অফিস থেকে।’ অন্ধ ভালবাসায় মায়ের পাল্টা জবাব, ‘চাকরি করন লাগদো ন, তুই চলি আয়’।

‘মা দিবস’ নয় এমনি আমার মা’য়ের জন্যে ভালবাসা। আমাদের সকলের মায়ের জন্যে ভালবাসা।

Collected by 

Friday, December 20, 2013

গণিত বিষয়ে প্রয়োজনীয় টিপস্

গণিত বিষয়ে প্রয়োজনীয় টিপস্

গণিত বিষয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাদের অবশ্যই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবেতবু যে বিষয়গুলো মেনে চললে গণিতে নিশ্চিত ভালো ফল করা সম্ভব সে বিষয়েই আলোচনা করছি
গণিত বিষয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রধান শর্ত হচ্ছে নিয়মিত অনুশীলনঅবশ্যই সঠিক নিয়মে যথাযথভাবে অঙ্ক করতে হবেঅঙ্ক করতে গিয়ে খুব সাধারণ কিছু ভুল শিক্ষার্থীরা প্রায়ই করে থাকেযেমন : বীজগণিতে +/- ভুল করা, প্রয়োজনীয় স্থানে বন্ধনী না দেওয়া, যথাযথ স্থানে একক ব্যবহার না করা ইত্যাদিতাই অঙ্কে ভালো করতে চাইলে অনুশীলনের মাধ্যমে এ ভুলগুলো দূর করতেই হবে
প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ করে একটি সমাপ্ত রেখা টেনে পরবর্তী প্রশ্নের উত্তর শুরু করতে হবে
নিয়মিত অনুশীলন করলে গণিতকে জটিল কিছু মনে হবে নাপরীক্ষার সময় প্রথমে বীজগণিত বা ত্রিকোণমিতি, এরপর পর্যায়ক্রমে পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য এবং জ্যামিতির অনুশীলন উত্তর করবে
সব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কে পূর্ণ নম্বর পেতে হলে অবশ্যই কাটাকাটি করা যাবেনাসঠিক স্থানে সঠিক ভাবে  স্কয়ার চিহ্ন, = চিহ্ন এবং পরিমিতিতে যথাস্থানে প্রায় এবং সঠিক একক যেমনঃ (সে.মি. বা মিটার ইত্যাদি) অবশ্যই লিখতে হবে
পরিচ্ছন্ন খাতা ও সঠিকভাবে করা অঙ্ক অবশ্যই একজন পরীক্ষার্থীকে পূর্ণ নম্বরের নিশ্চয়তা দিতে পারেযা তোমাকে A+ পেতে সাহায্য করবে
জ্যামিতির সম্পাদ্যের চিত্র নিখুঁত ও মাপে সঠিক হতে হবেতবে উপপাদ্যের চিত্রও দৃষ্টিকটু হলে চলবে নাএখানে পেন্সিলটি কাটার দিয়ে সরু করে নেবে জ্যামিতির উত্তর দেওয়ার সময় খাতার বাঁ পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে
পরিমিতির অঙ্কে প্রয়োজনে চিত্র দেওয়া যেতে পারেতবে সবক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়যেখানে চিত্র প্রয়োজন, সেখানে সঠিক চিত্রসহ প্রয়োজনীয় একক ব্যবহারে সতর্ক থেকে যথাযথভাবে অঙ্ক করবেনা হলে নম্বর কাটা যেতে পারে
বীজগণিতের মতো ত্রিকোণমিতির সুত্রগুলো ভাল ভাবে আয়ত্ত করতে হবে যেন ভুল না হয়।

আসা করি এই নিয়মগুল ভাল ভাবে আয়ত্ত করলে আসা করি পরিক্ষাই ভাল ফল করবে। তোমাদের জন্য আমার দোয়া ও শুভ কামনা রইল।


মহি উদ্দীন 

Monday, December 9, 2013

HSC English 2nd Paper Model Test - 01



Model Test 01

A. Grammar 40 marks                                                Time: 3 hour
1. Complete the following passages with suitable verbs from the list put them in the correct tenses. Use negative where necessary.                                                                                                            5×1=5
 build
sit
lead
depend
work
remember
be
Bangladesh is full of natural resources. The prosperity of the  country (a) …….on the proper utilization of the resources. We should not(b)…….a lazy life. We should all (c) …….up our country. For this reason we have to(d)…….hard. No nation can prosper without industry. It should be (e)…….”Industry is the key to success.

2. Fill in the blanks with suitable preposition.  5×1=5                                                                             
A poor man suffers (a)…….many things. He is destitute (b)……..wealth. He is deprived (c)……..the basic needs. But he is contented (d)……what he has. He does not hanker (e)……wealth.

3. Use articles where necessary. Put a cross (×) where an article is not needed.                                5×1=5.
A student must take care of his (a)…….health because (b)………sound mind lives in (c) …….sound body. Good health is (d)…….key to success. In order to enjoy good health ,(e)……..students must observe (f)…. .Rules of health.(g)……unhealthy man may be (h)….possessor of vast (i)……wealth but he leads (j)……..unhappy life.

4. Make meaningfil sentences with the phrases or idioms from the list given in the  below: (any five) 5×1=5                                                                                                         
In the guise of, skim through, scope goat, by hook or by crook, leaves no stone unturned, take pity on, in full swing, at a stones through, all and sundry.
5. Re-write the following passage in the reported speech.                                                           5×1=5
The girl said,”How fine the picture is! I wish I could buy it”. Her mother said ,”But it is not durable and will break down in about a month”. The girl said,”then let us go, mother .We must not buy it”.
.                                                          
6. Read the following passage and transform the underlined sentences as directed in the brackets: 5×1=5
a. it is a very pathetic sight (exclamatory).
b. Dhaka is one of the most populous city in Bangladesh.(positive).
c. The man walking along the road looks tired. (complex).
d. I can never forget you. (Affirmative).
e. Who has broken the glasses? (Passive)

7. Add tag questions to the following sentences.  5×1=5                                                                      
a. The brave deserve the fair………?
b. Nothing is certain……….?
c. That he is honest is known to all……………?
d. I know. He must go there……………?
e. Nicotine causes the heart to beat faster……….?

8. Complete the following sentences.      5×1=5                                                                                    
a. I shall join the party provided…………….
b. What he says …………
c. As I was ill ……..
d. A man is known by the company ………..
e. Scarcely had we entered the auditorium…………

Part B: Composition marks- 60            

9. Write a report on the problem of the traffic jam in your locality bringing out the causes, effects, and possible solution.                                               10
Or write a paragraph on your visit to A Book Fair by answering the following questions.            10                         
 a) When and where was that fair held? b) What was the area of the fair and the how many stalls were there?  c) What kinds of stalls were there? d) How many new writers and old writers have participated in this fair? e) What is the impact of such on the economy?

10. Write a composition on ‘Wonders of Modern Science’ or ‘Benefits of Reading Newspaper’.  15                                  

11. Write an application to the principal of your college requesting him to pass necessary orders for a study tour for outgoing students of class twelve after the send up test.                                             10

12. Write a dialogue on the choice of career between two friends.                                                      10                                                                    

13. Complete the following story with a suitable title.                           
                                                                           15
Once there was a house of rich man was infested with rats. The house became like the town of Hamelin. There was rats everywhere …………….









Composed by
Md. Mohi Uddin
B.A (honours) M.A In English.
Govt M.M college, Jessore.
















Wednesday, September 25, 2013

Important tips and advise for SSC Exam preparations

Advice  for exam ssc preparation

SSC পরীক্ষার প্রয়োজনীয় পরামর্শ
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্যে চাই সঠিক প্রস্তুতিতাই এখন প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দিতে হবেএর সাথে সাথে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার নিয়মকানুন সম্পর্কে জানিয়ে দিতে চাইযা জানলে কিছু বাড়তি নম্বর পেতে সাহায্য করবে
পরীক্ষার খাতাপরীক্ষার হলে তোমার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ তা মনে রাখবেতোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবেতাই পরীক্ষার খাতার বিষয়ে খুবই যত্নশীল হতে হবেপ্রথম পাতায় রোল নম্বর, রেজি.নম্বর, বিষয় কোডের বৃত্ত সঠিকভাবে ভরাট করবেনৈর্ব্যক্তিক পরীক্ষায় সেট কোডের বৃত্ত অবশ্যই সঠিকভাবে ভরাট করতে হবেখাতার কোথাও যেন কালির দাগ না পড়ে
হাতের লেখা
সুন্দর হাতের লেখা একটি সম্পদআবার হাতের লেখা সুন্দর হলেও যদি স্পষ্ট ও পরিচ্ছন্ন না হয় তবে নম্বরও কম ওঠেতাই শব্দের এবং লাইনের মধ্যে ফাঁক রেখে পরিচ্ছন্ন করে লিখতে হবেযাতে সহজে পড়া যায়কোনো শব্দ, লাইন বা অনুচ্ছেদ কেটে দিতে হলে হিজিবিজি করে নয় এক টানে পরিষ্কার করে কাটতে হবেভুল শব্দ বা বাক্যাংশের ওপর লিখে সংশোধন করলে খাতাটি নোংরা হয়ে ওঠে তাই এটি কখনই করবে নাএক্ষেত্রে কেটে দিয়ে ওপরে বা পাশে ঠিক শব্দ বসাবে
প্রশ্ন নির্বাচন ও উত্তর
প্রশ্ন পাওয়ার পর বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরিকোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দিলে সুবিধা তা তোমাকে প্রথমেই নির্বাচন করতে হবেযেসব প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্ন নির্বাচন করা উচিতএকই ধরনের প্রশ্ন হলে, যেটি ভালো জানা সেটি প্রথমে লিখবেবেখেয়ালে কোনো প্রশ্ন বাদ রেখে এলে কি না, অথবা প্রশ্নের ভেতরের ছোট অংশগুলোর উত্তর দেওয়া বাদ গেল কি না সে বিষয়ে খুবই সাবধান থাকবে
সময়ের দাম
সময় ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিবেপ্রতিটি বিষয়ের বড় প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে কতটুকু সময় দিতে পারবে, তার হিসাব আগে থেকেই করে নেবেকোনো প্রশ্নের উত্তর ভালোভাবে জানা থাকলে নির্ধারিত সময়ের আগেই লিখে শেষ করবে এতে করে যে সময় বাঁচবে তা অন্য প্রশ্নের উত্তরে কাজে লাগবেদেখা গেল একটি প্রশ্নের উত্তরদানে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে দু-একটি প্রশ্নের উত্তর দিতে পারলে না বা দায়সারাভাবে উত্তর দিলেএতে বেশ ক্ষতি হয়বেশি সময় দিয়ে কোনো প্রশ্নের দু-এক নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে পাঁচ-ছয় নম্বর নষ্ট হয়ে যেতে পারেতাই ভালোজানা প্রশ্নের উত্তরদানে সময় বাঁচাতে পারলে, সে সময়টি এক্ষেত্রে কাজে দিবে
সঠিকভাবে প্রশ্নের নম্বর দেওয়া
প্রশ্নের নম্বরটি বাঁ দিকে নির্ভুলভাবে অবশ্যই বসাবেএকটি প্রশ্নের মধ্যে নানা অংশ থাকতে পারেপৃথক প্রশ্নের উত্তর পৃথক অনুচ্ছেদে লেখা উচিতআবার অনেক প্রশ্নেই (ক), (খ) অংশ থাকেএক্ষেত্রে সেভাবে (ক), (খ) নম্বর লিখে তবেই উত্তর দেবেযেমন : ১নং প্রশ্নের এর উত্তর
ঠিক বানান
উত্তরের সময় বানান অনেকেই ভুল করেকাজেই সতর্কতা দরকারযেসব বানান সচরাচর ভুল হয় সেগুলো বেশি করে অনুশীলন দরকারবিখ্যাত আর পরিচিত নামের বানান যেন ঠিক থাকেকবিদের নামের বানান ভুল করলে পরীক্ষক বিরক্ত হবেনএতে তোমার নম্বরও কমে যেতে পারেতোমার পাঠ্যবইয়ের গদ্য, সহপাঠের নাম এবং লেখকের নাম যেন ভুল না হয়
কিছু যেন বাদ না যায়
একটি প্রশ্নের সকল অংশ জানা না থাকলেও কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে নানা পারলেও যতটা পারা যায় চেষ্টা করে লিখে আসবেব্যাখ্যাটা পারা যাচ্ছে না, কার লেখা, কোন গল্প থেকে এসেছে তা লিখলে দু-এক নম্বর মিলে যাবেকোনো কোনো প্রশ্নের মধ্যে নানা অংশ থাকেতার কোনো অংশ যেন বাদ না যায়
ছক দেওয়া, চিত্র আঁকা
প্রশ্নের প্রয়োজনে যখনই পারবে ছক কিংবা চিত্র এঁকে তোমার উত্তরের গুণমান বাড়াবে, অবশ্য তাড়াতাড়ি আঁকার অভ্যাস থাকলেই এ কাজ পারবেএতে করে বেশি নম্বর আসবেইপদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের ছবি অবশ্যই দেবেগণিতে উপপাদ্য ও সম্পাদ্যে নিখুতভাবে চিত্র অঙ্কন করবেঅর্থনীতিতে প্রয়োজনীয় ছক দেবে
গণিতের রাফ কাজ
গণিতের ক্ষেত্রে খাতার বাঁ-পাশের পাতায় রাফ কাজ, হিসাবপত্র করতে হয়রাফ কাজ শেষে সঠিকভাবে তোলার পর দুটো কোনাকুনি দাগ টেনে কেটে দেবেঅন্য বিষয়েও যখনই রাফ কাজ করবে, তা খাতাতেই করে পরিষ্কারভাবে কেটে দেবে
রিভিশন দেওয়া
পরীক্ষায় রিভিশন দেওয়ার জন্যে অবশ্যই সময় রাখবেযদি সময় করে পুরো খাতার রিভিশন করা যায়, খুব ভালো হয়বেশ কিছু ভুল তাতে সেরে নেওয়া যাবেগণিতের ক্ষেত্রে এ রকম রিভিশন অবশ্যই জরুরিকারণ সামান্য একটি অক্ষর বা সংখ্যার জন্যে সম্পূর্ণ নম্বরই কাটা যেতে পারে
সতর্কতা
গণিতে সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজনসংখ্যার ক্ষেত্রে তিন এর জায়গা পাঁচ লিখলে উত্তর মেলবে না। +এর বদলে × ভাবলে বিপদে পড়বেr বা x-কে n এর মতো না লিখে লিখার প্রতি যত্নশীল হও
টেনশন করবে না
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরীক্ষায় ঘাবড়ে না গিয়ে টেনশন না করে শান্তভাবে পরীক্ষা দেবেতা না-হলে জানা ও ভালোভাবে পড়া প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যেতে পারেতাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিবে
উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরাতোমরা নিয়মিত অনুশীলন করে যাও দেখবে সাফল্য ধরা দেবেইএ সময়টা তোমাদের জন্যে খুবই জরুরি তাই মানসিকভাবে তোমাদের অনেক শক্ত থাকতে হবেভালো ফলাফলের জন্যে বেশ কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে
পরীক্ষার প্রশ্ন কী চাইছে তা সঠিকভাবে অনুধাবন করতে হবেপ্রশ্নের উত্তরগুলো লেখার সময় খেয়াল রাখবে, তা যেন পাঠ্যবই অনুসরণ করেই হয়আর উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবেবানান ভুল হওয়া কোনোভাবেই কাম্য নয়পরীক্ষার হলে সময় সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবেআর প্রশ্নের উত্তর লেখার সময় খাতায় পর্যাপ্ত মার্জিন রেখোযা লেখো স্পষ্ট করে লিখবেপ্রাসঙ্গিক উদ্ধৃতি উত্তরের মানকে সমৃদ্ধ করেযে বিষয়টি বেশি খেয়াল রাখতে হবে তা হলো পরীক্ষার প্রস্তুতির জন্যে রাত জাগা একেবারেই উচিত নয়অভিভাবকদেরও শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া, লেখাপড়া সম্পর্কে সজাগ থাকতে হবে
সিলেবাস অনুযায়ী সব অংশই শিখতে হবে
মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছোবিশেষ করে প্রথম দিনের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণতোমাদেরও নিজস্ব পরিবেশ ছেড়ে সম্পূর্ণ একটি নতুন পরিবেশে পরীক্ষায় অংশ নিতে হবেএতে অনেকে আতঙ্কগ্রস্থ ও ভয়ের মধ্যে থাকতে পারএ সময়ে তোমাদের মধ্যে প্রচুর টেনশন কাজ করেতাই তোমাদের প্রতি আমার উপদেশ, যতই আলাদা পরিবেশ হোক না কেন এটিকে নিজের প্রতিষ্ঠানের মতোই গ্রহণ করতে হবেহাতে প্রশ্নপত্র পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবেঅপ্রাসঙ্গিক কিছু লেখা বা উপস্থাপন করার প্রয়োজন নেইনৈর্ব্যত্তিক অংশে খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করা বোকামিবুঝে উত্তর দিতে হবেআবার প্রশ্ন সহজে হয়েছে অথবা কমন পড়েছে এ ধরনের ব্যাপারে খুব উফুল্ল হওয়ারও প্রয়োজন নেইএতে প্রশ্ন ভুলে যাওয়ার আশঙ্কা বেশি থাকেপ্রশ্ন কমন পড়েনি এমন ব্যাপারে মুষড়ে পড়ারও দরকার নেইলিখতে লিখতে বিষয়গুলো মনে পড়বেআর একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সিলেবাস অনুযায়ী সব অংশই শিখতে হবেসিলেবাস অনুসারে পরীক্ষার প্রস্তুতি শেষ করার চেষ্টা করতে হবেএতেই ফলাফল ভালো হবে বলে আমি মনে করি
পাঠেই বেশি মনোনিবেশ করবে
এসএসসি পরীক্ষার্থীদের বলছিতোমরা প্রশ্নের উত্তর লেখার সময় সময়ের দিকে খেয়াল রাখবেকমপক্ষে ১৫ মিনিট আগে তোমাদের উত্তর লেখা শেষ করবেএতে যে সময়টুকু বেচে যাবে তা দিয়ে রিভিশনের জন্যে রাখবেপরীক্ষার আগ মুহূর্তে তোমাদের অনেক শান্ত ও ধৈর্য ধরতে হবেসামনে যেহেতু পরীক্ষা তাই পাঠেই বেশি মনোনিবেশ করবেপরীক্ষার আগের রাতে বেশি পড়ার দরকার নেইএ সময় অনেকে রাত জাগেবেশি রাত না জেগে ভোরে উঠতে পারলে অনেকক্ষণ পড়া যায়তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজটাও থাকে ফুরফুরেএ সময় অভিভাবকের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবেসন্তানের লেখাপড়া, খাওয়া ও ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে তাদেঁর লক্ষ্য রাখতে হবেপরীক্ষা দিয়ে আসার পর পরবর্তী পরীক্ষা নিয়ে চিন্তা করবেআগের পরীক্ষা নিয়ে মন খারাপ করে থাকলে পরের পরীক্ষাও খারাপ হতে পারেসবচেয়ে বড় কথা ওএমআর ফরম পূরণ করার সময় সবসময় সতর্ক থাকবেভুল করা যাবে নাআর যাই লেখো, তা স্পষ্ট করে লিখবেএতে পরীক্ষক খুশি হনউত্তর লিখবে পাঠ্যবইয়ের সঙ্গে মিল রেখেতোমার জানা ভালো প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করতে পারো
উত্তরপত্র ভাঁজ না করে মার্জিন টানতে হবে
পরীক্ষার আগে এখন তোমাকে সম্ভাব্য প্রশ্নগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার পড়া এবং লেখার প্রতি গুরুত্ব দিতে হবেভয় না করে পরীক্ষাকে স্বাভাবিক ক্লাস পরীক্ষার মতো বিবেচনা করতে হবেপরীক্ষার রাতে অধিক রাত না জেগে সময়মতো ঘুমিয়ে পড়তে হবেপরীক্ষার দিন যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবেপরীক্ষার হলে প্রবেশপত্র ও নিবন্ধনপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে হবেখেয়াল করতে হবে, কোনো কিছু বাদ পড়ল কিনাউত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করতে হবেকখনোই অন্যের সেট কোড পুরণ করা দেখে নিজের উত্তরপত্র পূরণ করার চেষ্টা করা যাবে নাপ্রশ্নপত্র হাতে পেয়ে হতাশ না হয়ে বেশ কয়েকবার পড়তে হবেসে প্রশ্নগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সে ধরনের প্রশ্নগুলোর উত্তর আগে লিখতে হবেঅনেকেই উত্তরপত্রে ভাঁজ দিয়ে থাকেএটা না করে মার্জিন টানতে হবেলেখা শেষে আবার পড়ে দেখতে হবেপরীক্ষার হল ত্যাগের আগে প্রবেশপত্র ও নিবন্ধনপত্রসহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হতে হবে
কখনোই আংশিক প্রশ্ন পড়ে উত্তর শুরু করবে না
এসএসসি শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছাএবার বাংলা ১ম পত্র, ধর্মশিক্ষা, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ভুগোল, ব্যবসায় পরিচিতি, রসায়ন বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকছে, তাই এগুলোর উত্তর করার সময় প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে নেবে
অনেক শিক্ষার্থীকে দেখা যায় প্রশ্নের উত্তর অযথা বড় করতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক বিষয় উত্তর নিয়ে আসেএতে করে পরীক্ষক যেমন বিরক্ত বোধ করেন তেমনি তা লিখতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়তাই এটাকে পরিহার করবেপ্রশ্নে যা যা চাওয়া হয়েছে ঠিক তাই উত্তর দিতে হবেপ্রতিটি প্রশ্নের উত্তর শুরু করার আগে প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ে নেবেকখনোই আংশিক প্রশ্ন পড়ে উত্তর লেখা শুরু করবে নাআর সব সময় চেষ্টা করবে উত্তরগুলো যাতে ধারাবাহিকভাবে হয়উত্তরপত্রে উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর লিখে নিচে দাগ টেনে দেবেখাতার চারপাশে পর্যাপ্ত মার্জিন রেখে নেবেপ্রশ্নের পূর্ণাঙ্গভাবে উত্তর লিখতে হবেআর উত্তরগুলো অনুচ্ছেদ করে লিখতে হবেএতে করে পরীক্ষকের মুল্যায়ন ভালো হবে
প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখবে
প্রিয় পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইলএসএসসি পরীক্ষা তোমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণপরীক্ষা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেইপ্রশ্নপত্র হাতে পেলে তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেপ্রশ্নের যদি তোমার অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাতে মন খারাপ করার কিছু নেই
এতগুলো প্রশ্নের মধ্যে দুই-একটা তোমার অজানা থাকতেই পারেযে প্রশ্নটার উত্তর তুমি ভালো পার সেটা দিয়ে শুরু করবেপরীক্ষা হলে সময়টা খুবই গুরুত্বপূর্ণপ্রশ্ন হাতে নিয়ে প্রশ্নের মানের সঙ্গে সময়টা ভাগ করে নেবেপ্রত্যেক প্রশ্নের জন্যে আলাদা সময় নিলে তোমার কোনো প্রশ্নই ক্ষতিগ্রস্থ হবে নাতবে সময় ভাগ করার আগে অবশ্যই ১৫ মিনিট সময় হাতে রেখে নিবেসময় ভাগ করে প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখবেএতে করে পরীক্ষক যখন তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন তখন তোমার খাতা সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবেফলে তুমি ভালো নম্বর পাবেপরীক্ষার খাতায় লেখা শেষ হলে খাতা রিভিশন না দিয়ে জমা দেবে নারিভিশনে অনেক ছোটখাটো ভুল ধরা পড়বে
ভালো প্রস্তুতির প্রমাণ রাখতে হবে পরীক্ষার খাতায়
এসএসসি পরীক্ষায় ভালো ফল জরুরিআর ভালো ফলাফলের জন্যে শুধু ভালো প্রস্তুতি থাকলেই চলবে নাভালো প্রস্তুতির প্রমাণ রাখতে হবে পরীক্ষার খাতায়ভালো ফলাফলের জন্যে পরীক্ষার খাতায় অবশ্যই সুন্দর উপস্থাপনা জরুরিসুন্দর উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়খাতার ওপরে ও বাম দিকে পেনসিল বা বল পয়েন্ট কলম দিয়ে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবেপ্রতিটি উত্তর শেষ হলে সরলরেখার সমাপ্ত চিহ্ন দিতে হবেযে প্রশ্নের উত্তরগুলো উচ্চমানসম্পন্ন এবং সবচেয়ে ভালো মনে আছে, সেগুলোই আগে লিখতে শুরু করবেতবে চেষ্টা করবে প্রশ্নের উত্তর যেন ধারাবাহিকতা রক্ষা হয়হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর করার চেষ্টা করবেউত্তরপত্রে বেশি কাটাকাটি করবে নাপরীক্ষার হলে যে কলমগুলো তুমি ব্যবহার করবে, সেগুলো বাসায় দু-এক দিন ব্যবহার করে স্বাভাবিক করে নিতে পারমনে রাখবে, একদম নতুন কলম দিয়ে দ্রুত লেখা যায় নাউত্তরপত্রে বেশি কাটাকাটি না করে লেখার কোনো অংশ কাটতে হলে তা একটানে কাটবেপ্রতিটি প্রশ্নের উত্তর মানসম্পন্ন করতে চেষ্টা করবেতাতে করে পরীক্ষক যখন মূল্যায়ন করবেন তখন তাঁর তোমার খাতা সম্পর্কে ভালো ধারণা জন্মাবেপ্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র ইত্যাদির ব্যবহার করতে ভুল করবে নাএগুলো উত্তরের মান বহুলাংশে বাড়ায়মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করেতোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনায় শেষ করছি
 -----------o-------------

 Read more.............

Learn English Grammar

IT Info World

General knowledge

Learn Sport online easily

Unlock your Mobile Phone

Reset Code

Search This Blog

Designed by Knowledge World. Powered by Blogger.

 

© 2013 Knowledge World BD. All rights resevered. Designed by IT Info World

Back To Top